
আজ হচ্ছে না ছাত্রলীগের নতুন কমিটি কাদের
ছাত্রলীগের নতুন কমিটি আজই ঘোষণা করা হচ্ছে না বলে জানিয়েছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
কাদের বলেন, আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। মঙ্গলবার ছাত্রলীগের প্রথম অধিবেশন শেষে এ কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
ছাত্রলীগের আজকের সম্মেলনের প্রথম অধিবেশন এখানেই সমাপ্ত। দ্বিতীয় অধিবেশন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের পদপ্রত্যাশীরা সেখানে নাম প্রস্তাব করবেন। প্রস্তাবিত সেই তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। সেখান থেকেই আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের সম্মেলনের আগে কমিটির চূড়ান্ত অনুমোদন দেবেন আমাদের সভানেত্রী।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description