কাতার বিশ্বকাপে গোল উৎসবে মেতে শেষ আটে পর্তুগাল

দীর্ঘ ১৮ বছর পরে এই প্রথম শুরুর একাদশে রাখা হয়নি জনপ্রিয় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে। তাতে যেন পর্তুগাল িদলের বয়েই গেল! ফর্মহীনতায় ভোগা সিআর সেভেনকে ছাড়াই কাতার বিশ্বকাপে গোল উৎসবে মেতে উঠলো পর্তুগিজরা। গনসালো রামোসের হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে তারা শেষ আট নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল দল। চলতি কাতার বিশ্বকাপে এটাই প্রথম হ্যাটট্রিক হয়েছে।
আগামী শনিবার শেষ আটে তাদের প্রতিপক্ষ দল হবে মরক্কো।
৬ ডিসেম্বর মঙ্গলবার রাতে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের শুরু থেকেই গতিময় ফুটবল উপহার দিয়েছে প্রথমবারের মতো জাতীয় দলে একাদশে নেমে ১৭ মিনিটের মাথায় পর্তুগালকে এগিয়ে দেন জনপ্রিয় তারকা গনসালো রামোস। তার গোলটা ছিল অসাধারণ ও দর্শনীয়। এ ম্যাচে বাঁ দিক থেকে জোয়াও ফেলিক্সের বাড়ানো বল ধরে ডিফেন্ডারদের কাটিয়ে বাম দিকের দুরূহ কোণ থেকে দারুণ এক শটে গোলকিপারকে বোকা বানান। খেলার ৩৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পেপে। আর ব্রুনো ফের্নান্দেসের কর্নার কিক থেকে আসা বলে লাফিয়ে উঠে দারুণ এক হেডে তিনি বল জালে পাঠিয়ে দেন।
বিরতির পরে ৫০ মিনিটেই তৃতীয় গোলের দেখা পায় পর্তুগাল দল। আর এ গোলদাতা সেই গনসালো রামোস। এ ম্যাচে দিয়াগো দালতের ক্রস থেকে বল পেয়ে দারুণ ফ্লিকে নিজের দ্বিতীয় গোলটি করেন এই বেনফিকো তারকা। এ ম্যাচে পর্তুগিজ ফুটবলাররা যেন গোলের নেশায় মেতে ওঠে। মাত্র পাঁচ মিনিট পরেই স্কোরলাইন ৪-০ করে ফেলেন পর্তুগালের লেফট ব্যাক রাফায়েল গুয়েরেইরো। খেলার ৫৮ মিনিটে শাকিরির কর্নার কিক থেকে বল পেয়ে দারুন ভলিতে গোল করে ব্যবধান কমান ম্যানুয়েল আকানজি। এ ম্যাচে ৬৬তম মিনিটে হ্যাটট্রিক করে ফেলেন গনসালো রামোস!
এ খেলায় সতীর্থের পাস থেকে বল পেয়ে তীব্র গতিতে বক্সে ঢুকে ঠাণ্ডা মাথায় নিখুঁত শটে বল জালে পাঠান। গোলকিপারের যেন কিছুই করার ছিল না। কেলার ৭৪তম মিনিট বদলি হিসেবে নামানো হয় রোনালদোকে। এ ম্যাচে ৮৪তম মিনিটে গোলকিপারকে একা পেয়ে বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু, অফসাইডের জন্য এ গোলটি বাতিল হয়। এরপরে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছেন রোনালদো। কিন্তু, তিনি গোল পাননি। যোগ করা সময়ের প্রথম মিনিটে ৬ষ্ঠ গোলটি করেন জনপ্রিয় ফুটবল তারকা রাফায়েল লিয়াও। এ ম্যাচে প্রতিআক্রমণ থেকে বল পায়ে ছুটতে ছুটতে দূরপাল্লার শটে স্কোরলাইন ৬-১ করে ফেলেন। বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জনপ্রিয় দল পর্তুগাল।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description