
গাইবান্ধা-৫ আসনের উপ নির্বাচন ৪ জানুয়ারি
এস,এম শাহাদৎ হোসাইন,গাইবান্ধা জেলা প্রতিনিধি.
অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষিত গাইবান্ধা-৫ (ফুলছড়ি- সাঘাটা) আসনের উপ নির্বাচন আগামী ৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার ভোটের নতুন তারিখ ঘোষণা করেন। ৪ জানুয়ারি সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হবে। আগের মতো ভোট কেন্দ্রে সিসি টিভি ক্যামেরা থাকবে বলে জানানো হয়।
৬ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন,তদন্ত কমিটির সুপারিশে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে রিটার্নিং কর্মকর্তাকে পরিবর্তন করা হয়েছে। ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলামকে এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। গাইবান্ধা-৫ উপ নির্বাচনে অনিয়ম ও দায়িত্ব অবহেলার প্রমাণ মেলায় রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের ৫ জন উপ পরিদর্শক ও ভোট গ্রহণ কর্মকর্তকাসহ ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।
গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনে উপ-নির্বাচনে সবগুলো কেন্দ্র সিসি টিভি ক্যামেরা দিয়ে ঢাকার নির্বাচন ভবনে বসে মনিটরিং করেন নির্বাচন কমিশন। কেন্দ্রে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৫১টি ভোট কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই ভোট বন্ধ ঘোষণা করে কমিশন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description