
জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু
ওসমান হারুনী,বিশেষ প্রতিনিধিঃ
জামালপুর জেলার সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা নাতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার কামরাবাদ ইউনিয়নের কান্দারপাড়া গ্রামের মজিবর রহমান (৬০) মঙ্গলবার বাড়ির পাশের জমিতে বিদ্যুৎ চালিত সেচযন্ত্র দিয়ে সেচ কাজ করতেছিলেন ।
এ সময় তার নাতি কাওসার (৩) ওই সেচযন্ত্রের তারে জড়িয়ে যায়। কাওসারকে বাঁচাতে গেলে মজিবর রহমানও বিদ্যুতের তারে জড়িয়ে যান। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তাদের দুইজনকেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, এবিষয়ে আমরা এখনো কিছুই জানিনা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description