• Wednesday, 07 December 2022

জেরুজালেমে বোমা বিস্ফোরণে র ঘটনায় নিহত ১, আহত ১৪

জেরুজালেমে বোমা বিস্ফোরণে র ঘটনায় নিহত ১, আহত ১৪

জেরুজালেমে পৃথক দু’টি স্থানে বোমা বিস্ফোরণে ১ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। গত বুধবার শহরের ব্যস্ত দু’টি বাসস্ট্যান্ডে এসব বিস্ফোরণ ঘটে। গত ২০১৬ সালের পর জেরুজালেমে এই প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো।

জেরুজালেম শহরের উপকণ্ঠের একটি বাসস্ট্যান্ডে রাখা বস্তু থেকে প্রথম এ বোমা বিস্ফোরণটি ঘটে।

জানা যায়, বোমা বিস্ফোরণের এ ঘটনায় ১১ জন আহত হয়। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে এক কিশোর মারা যায়।


আরও জানা গেছে, দ্বিতীয় বিস্ফোরণটিও শহরের অন্য প্রান্তে অবস্থিত আরেকটি বাসস্ট্যান্ডের কাছে ঘটে বলে জানা গেছে। সেখানে আরও তিনজন আহত হয়।

এ বিষয়ে এক বাসচালক জানান, দ্বিতীয় বিস্ফোরণের সময় ঘটনাস্থলটি লোকজনে ভরা ছিলো। এ ব্যাপারে ইসরায়েলের পুলিশ জানিয়েছে, আধ ঘণ্টার ব্যবধানে এ দু’টি বিস্ফোরণ ঘটে। এ হামলার জন্য ফিলিস্তিনি কট্টরপন্থী গোষ্ঠী হামাসকে সন্দেহ করা হচ্ছে।

চলতি এ বছর ইসরায়েলিদের লক্ষ্য করে বন্দুক এবং ছুরি হামলার কয়েকটি ঘটনা ঘটেছে যার প্রতিক্রিয়ায় অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি শহরগুলোতে ইসরায়েলি সেনা অভিযান চালানো হয়। -সূত্র: বিবিসি, এএফপি।

comment / reply_from