
তেঁতুলিয়ায় মাদকসেবীর কারাদন্ড
মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতে আজাদ হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদর ইউনিয়নের পুরাতন বাজার ও জিয়ানগর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজাদ হোসেন নামের এক ব্যক্তিকে তার নিজ বাসা হতে ইনজেকশনসহ আটক করা হয়।
জানা যায়, আটককৃত আজাদ মাদক সংরক্ষণ ও সেবনের কথা স্বীকার করায় তাকে তাৎক্ষনিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারার ১(খ) উপধারা লংঘনের দায়ে একই আইনে ৩৬ ধারার ১নং উপধারায় বর্ণিত সারণির ৩৩নং ক্রমিকের ৩নং কলামের (ক) দফা অনুযায়ী এক বছরের কারাদন্ড এবং ১শ টাকা অর্থদন্ড ও অর্থ অনাদায়ে আরো ৩ দিনের কারাদন্ড প্রদান করে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা এ দন্ডাদেশ দিয়েছেন।
দন্ডপ্রাপ্ত আজদ হোসেন উপজেলা সদর ইউনিয়নের জিয়ানগর গ্রামের আব্দুর রহমানের ছেলে। এ সময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description