
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় কুখ্যাত চোর নিহত
মো. সাদিকউর রহমান শাহ্ স্কলার, নীলফামারীঃ
নীলফামারীতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাসান গাটু নামে এক কুখ্যাত চোর নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি বাজারের খাটামারী পুল এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত হাসান গাটু উপজেলার সোনারায় কাচারিপাড়া ভোবানিড় মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, 'গাটু চোর অটোরিকশা ও মোটরসাইকেল সামনাসামনি সংঘর্ষে নিহত হয়। সে একজন পেশাদার চোর। বিভিন্ন সময়ে চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হাসান গাটুর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৩টি মামলা চলমান রয়েছে।
নীলফামারীতে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাসান গাটু নামে এক কুখ্যাত চোর নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) সকালে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের শালহাটি বাজারের খাটামারী পুল এলাকায় দূর্ঘটনা ঘটে। নিহত হাসান গাটু উপজেলার সোনারায় কাচারিপাড়া ভোবানিড় মোড় এলাকার আব্দুর রশিদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ বলেন, 'গাটু চোর অটোরিকশা ও মোটরসাইকেল সামনাসামনি সংঘর্ষে নিহত হয়। সে একজন পেশাদার চোর। বিভিন্ন সময়ে চুরির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। হাসান গাটুর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১৩টি মামলা চলমান রয়েছে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description