
নেত্রকোণা জেলা যুবদলের সাবেক সভাপতির এর ২০তম মৃত্যু বার্ষিকী
রাকিবুল ইসলাম লিমন,বিশেষ প্রতিনিধি,নেত্রকোণা ঃবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেত্রকোণা জেলা শাখার সাবেক সভাপতি মরহুম আল আমিন খান পাঠান এঁর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২২ জানুয়ারি) রবিবার দুপুরে জেলা যুবদল আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে এ স্বরণ সভার আয়োজন করে। স্বরণ সভাটি নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোণা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ওয়ারেছ উদ্দিন ফারাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম কমল, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসনাত হাসান সৈকত। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এস এম মুসা, আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরীফ হায়দার খান পাঠান (মনি চেয়ারম্যান) সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে ভোর ৬টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কবর জিয়ারত করা হয়। পরে জেলা যুবদল মরহুম আল আমিন খান পাঠান এঁর ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বরণ সভা শেষে বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করে।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description