
পঞ্চগড়ে মোমেনা ইয়াকুব ফাউন্ডেশন ও সমন্বিত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
অনলাইন ডেস্ক: মোমেনা ইয়াকুব ফাউন্ডেশন, পঞ্চগড় জেলার ইসলামবাগ, তেঁতুলিয়া রোডস্থ একটি সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে গত কয়েকদিন যাবত জেলার বিভিন্ন স্থানে শীতার্ত, দুঃস্থ ও অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিগত কয়েকদিন ও শুক্রবার(২০ জানুয়ারী) শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক লায়লা কামরুন নাহার, কোষাধ্যক্ষ মেহেনাজ রাণী, সাধারণ সদস্য জেসমিন আরা বেগম, মোবারক হোসেন, আদিয়াত লুৎফুল আরেফিন, রোকনুজ্জামান রোকন, সাব্বির রহমান রনি, নাসিমা হক, ডাঃ মাসুমা মিতু প্রমুখ উপস্থিত ছিলেন।

মোমেনা ইয়াকুব ফাউন্ডেশন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মেহেনাজ একাডেমি অফ বিউটি আর্ট এর সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেলার বিভিন্ন স্থানে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য যে, প্রতিষ্ঠান দুটি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষদের জীবনমান উন্নয়নের প্রচেষ্টায় অব্যাহত আছে।(খবর বিজ্ঞপ্তি)
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description