ফাইনালে কাতার বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন

কাতারে অনুষ্ঠিত ‘ফিফা বিশ্বকাপ ২০২২’ এর ট্রফি উন্মোচন করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন। ফিফার ইতিহাসে প্রথম অভিনেত্রী হিসেবে এই কীর্তি গড়তে যাচ্ছেন দীপিকা পাডুকোন। এর আগে, এমন কৃতিত্ব আর অন্য কোনো অভিনেত্রীর নেই।
জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন এই বলিউড মেগা আইকন দীপিকা পাডুকোন।আর সেদিন ফিফার সোনালী ট্রফিটি উন্মোচন করবেন ভারতের শীর্ষ এই অভিনেত্রী।
একটি বিশেষ সূত্র অনুসারে জানা যায়, দীপিকা পাডুকোন বিশ্বকাপের অংশ হতে কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কয়েক মাস আগেই কান ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের প্রতিনিধিত্ব করেছেন দীপিকা পাডুকোন। জুরি বোর্ডের সদস্য ছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। এবার বৈশ্বিক মহামঞ্চে ভারতকে আবার প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন দীপিকা পাডুকোন।
সম্প্রতি নিজের আসন্ন চলচ্চিত্র পাঠান নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন তিনি (দীপিকা পাডুকোন)। এ চলচ্চিত্রটি আগামী ২০২৩ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় অ্যাকশন-প্যাকড এ সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহের সীমা নেই। দীর্ঘদিন পরে পর্দায় শাহরুখ ও দীপিকার জুটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আছেন দর্শকরা। পাঠান ছাড়াও দীপিকাকে ‘প্রজেক্ট কে’তে দেখা যাবে প্রভাসের সাথে। এতে আরও অভিনয় করছেন অমিতাভ বচ্চন। এছাড়াও হৃতিকের সাথে ‘ফাইটার’ আসছে দীপিকার। বর্তমানে শুটিং চলছে এ সিনেমাটির।-সূত্র : হিন্দুস্তান টাইমস
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description