
বিধ্বংসী খুশদিল, কুমিল্লার বড় পুঁজি
খেলার খবর ডেস্ক: ২৪ বলে ৬৪ রান। খুশদিল শাহ রীতিমত তাণ্ডব চালালেন ঢাকা ডমিনেটর্স এর বোলারদের ওপর। দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করে ইনিংসের শেষ বল পর্যন্ত খেললেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে দুই পাকিস্তানির ব্যাটে চড়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স পেলো ৪ উইকেটে ১৮৪ রানের বড় পুঁজি। অর্থাৎ জিততে হলে ঢাকাকে করতে হবে ১৮৫।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরুর আগে টস হেরে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা একদমই ভালো ছিল না আজকের খেলায় কুমিল্লার। ইনিংসের দ্বিতীয় বলে ডাক মেরে তাসকিনের বলে ফেরেন লিটন কুমার দাস।
তবে এরপরের ব্যাটাররা দারুণ খেলেছেন। অধিনায়ক ইমরুল কায়েস ২৬ বলে ৩ চার আর ২ ছক্কায় করেন ৩৩ রান। জনসন চার্লস করেন ১৯ বলে ২০।
খুশদিল আর রিজওয়ান এরপর গড়েন ৯০ রানের জুটি। খুশদিল মাত্র ১৮ বলেই তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ইনিংসের এক ওভার বাকি থাকতে আউট হন তিনি। ২৪ বলে গড়া তার ৬৪ রানের ইনিংসে ছিল ৭টি চারের সঙ্গে ৫টি ছক্কার মার।
রিজওয়ান অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ৪৭ বলে তার ৫৫ রানের দায়িত্বশীল ইনিংসে একটি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা।
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description