মুখোমুখি কখনো দেখা হয়নি অপু বিশ্বাস ও বুবলীর!

অভিনেত্রী অপু বিশ্বাস এবং বুবলী, যদিও দু’জনই শাকিব খানের স্ত্রী ছিলেন, তারপরও সামনাসামনি তাদের কখনোই দেখা হয়নি। ঢাকাই চলচ্চিত্রের দু’জন অন্যতম জনপ্রিয় নায়িকা, তারপরও মুখোমুখি হননি জানালেন অভিনেত্রী বুবলী।
এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী। এক ব্যাপারে অভিনেত্রী বুবলী বলেন, ‘২০১৭-তে যখন বিষয়গুলো (অপু বিশ্বাসের সন্তান নিয়ে প্রকাশ্যে আসা) সামনে এলো, তখন শাকিব খান নিজেও অবাক হয়েছিলেন। ওনার সঙ্গে যিনি সম্পর্কে ছিলেন, অপু বিশ্বাস, উনি অনেক সিনিয়র আমার থেকে। অনেক বছর ধরে কাজ করেছেন। তাকে অবশ্যই আমি কাজের জায়গা থেকে সম্মান করি। তার সঙ্গে কখনোই আমার সামনাসামনি দেখা হয়নি।’
অপু বিশ্বাস বাজে ব্যবহার করেছিলেন জানিয়ে অভিনেত্রী বুবলী বলেন, ‘২০১৭ সালে তিনি লাইভে আসার আগে হঠাৎ আমাকে ফোন করেছিলেন এবং অনেক বাজে ব্যবহার করেছিলেন। আমি বুঝতে পারিনি কেন! ওই ব্যবহারের জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই বাজে ব্যবহারের কথা তিনি নিজেও পরবর্তীতে স্বীকার করেছিলেন।’
অীবনেত্রী বুবলী আরও বলেন, ‘আমার কষ্টের জায়গা ছিল, আমি তো কিছুই জানি না। আমাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছিল, সেটা তো না। কেন আমাকে জড়িয়ে এভাবে বলা হচ্ছিল! সে কারণেই আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম ’
গত ২০১৭ সালের এপ্রিলে শবনম বুবলীর সাথে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। আর ওই ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী বুবলী। এরপরেই শাকিব খান ও অপুর সন্তানের খবর প্রকাশ্যে আসে। আসে বলতে অপু বিশ্বাসই দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে এবং সন্তানের বিষয়টি খোলাসা করেন। নিউজটোয়েন্টিফোর চ্যানেলে এসে লাইভে শাকিবের সাথে নিজের সম্পর্কের কথা, সন্তানের কথা বলেন অভিনেত্রী অপু বিশ্বাস।
এ ঘটনার পাঁচ বছর পরে বুবলী ও শাকিবের সাথে বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description