
সোমালিয়ায় মার্কিন সামরিক বাহিনীর হামলা, নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: সোমালিয়ার মধ্যাঞ্চলীয় শহর গালকাডের কাছে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে অন্তত ৩০ জন আল শাবাব জঙ্গিগোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন।
রোববার, ২২ জানুয়ারি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার রাজধানী মোগাদিশু থেকে প্রায় ১৬২ মাইল (২৬০ কিলোমিটার) উত্তরে মার্কিন বাহিনীর হামলার ঘটনা ঘটে। মার্কিন সামরিক বাহিনী এই অভিযানকে ‘সম্মিলিত আত্মরক্ষামূলক হামলা’ হিসেবে অভিহিত করেছে।
মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, মোগাদিশুর উত্তরে ওই এলাকায় সোমালি জাতীয় বাহিনী শতাধিক আল শাবাব যোদ্ধার আক্রমণের শিকার হয়েছিলো।
আফ্রিকা মহাদেশে আমেরিকান সরকারের সামরিক শাখা ইউএস আফ্রিকা কমান্ড বলেছে, তাদের হামলায় কোনো বেসামরিক লোক আহত বা নিহত হয়নি। বিবৃতিতে আরও বলা হয়, হামলায় তিনটি গাড়ি ধ্বংস হয়েছে।
রয়টার্স বলছে, আল শাবাব যোদ্ধারা গত শুক্রবার গালকাডে একটি সোমালি শক্তিশালী সামরিক ঘাঁটিতে আক্রমণ করে এবং কমপক্ষে ৭(সাত) সেনাকে তারা হত্যা করে। যোদ্ধারা গাড়ি বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণ করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
সোমালিয়ার তথ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আল শাবাব সাত সৈন্যকে হত্যা করলেও তাদের সৈন্যরা পাল্টা হামলা চালিয়ে কট্টরপন্থি এই গোষ্ঠীটির ১০০ যোদ্ধাকে হত্যা করেছে এবং টেকনিক্যাল হিসেবে পরিচিত বন্দুকবাহী পাঁচটি পিক-আপ গাড়ি ধ্বংস করেছে।
মূলত আল শাবাব ২০০৬ সাল থেকে দেশটির কেন্দ্রীয় সরকারের পতন এবং ইসলামি শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।
tags
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description