‘টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল’: ক্রোয়েশিয়া কোচ

দক্ষিণ কোরিয়াকে বিধ্বস্ত করে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে পাঁচবারের চ্যাম্পিয়ন জনপ্রিয় ব্রাজিল। শেষ আটে হট ফেবারিট দল ব্রাজিলের প্রতিপক্ষ গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার ও ভিনিসিয়ুসদের পারফরম্যান্স দেখে দুশ্চিন্তায় পড়ে গেছেন ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।
সেলেসাওদের সম্পর্কে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেন, ‘ব্রাজিলের জনসংখ্যা ২০০ মিলিয়নের (২০ কোটি) বেশি। আর আমাদের মাত্র চার মিলিয়ন (৪০ লাখ)। ফলে আমরা অনেকটা ব্রাজিলের একটি উপশহরের মতো।’
ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ মতে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ব্রাজিল, ‘এ পর্যন্ত আমরা যত ম্যাচ খেলেছি, তার চেয়ে এবারের ম্যাচটি একেবারেই ভিন্ন হবে। কারণ ব্রাজিল ফুটবল খেলতে ভালোবাসে। আমরা যদি বাস্তবতার কথা চিন্তা করি, তাহলে ব্রাজিল এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল। তাদের হাতে দারুণ সব অপশন রয়েছে। দুর্দান্ত একটা স্কোয়াড আছে ওদের, যা ভীতিকর। ফলে আমাদের জন্য এটা কঠিন পরীক্ষা হতে যাচ্ছে।’
জ্লাতকো দালিচ আরও বলেন, ‘ম্যাচটি আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল নয়, এটিকে ফাইনাল ম্যাচ বলা যায়। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমরা খেলার আগেই হার মানব না। আমরা আমাদের নিজেদের মতো করে ব্রাজিলকে রুখে দেওয়ার চেষ্টা করব।’
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description