‘ভোট চুরি করলে জনগণ কখনও ছেড়ে দেয় না’: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ভোট চুরি করলে জনগণ কখনও ছেড়ে দেয় না। আমাদের বিরুদ্ধেও মিথ্যা অপবাদ দেওয়া হয়। আমরা ভোট চুরি করতে যাবো কেন? জনগণ স্বতস্ফুর্তভাবে আমাদের ভোট দেয়।’
আজ ৬ ডিসেম্বর মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যেকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
এর আগে, আজ মঙ্গলবার বেলা ১১টার পর রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে
এ সম্মেলন উদ্বোধন করেনপ্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘বিএনপি জিতবে কীভাবে? তারা এক আসনে তিন প্রার্থী দেয়। নির্বাচনে বিএনপির নমিনেশন হচ্ছে ‘ফেল কড়ি মাখো তেল’। আমার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা ) কাছে বিএনপির দুইজন নেতা অভিযোগ করে বলেছেন নির্বাচনে নমিনেশনের জন্য তারেক টাকা চেয়েছে। টাকা দিতে না পারলে বাদ। ওইভাবে নির্বাচনে জেতা যায় না। যে দলের এই অবস্থা তারা গণতন্ত্র উদ্ধার করবে?’
এ সম্মেলনের উদ্বোধন পর্ব শেষে, নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে ছাত্রলীগের নেতাকর্মীদের পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
comment / reply_from
related_post
Popular Posts
newsletter
newsletter_description